যশোর শহরের পালবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ বাজার উচ্ছেদ করেছেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটয়ারী রোবাবর সকালে পালবাড়িতে সবজির ও মাছের দোকানসহ ১১৩টি অবৈধ স্থাপানা উচ্ছেদ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন পাটয়ারী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশে অবৈধ্য স্থাপনা এবং বাজার থাকবে না। এ নির্দেশের প্রেক্ষিতে শহরের পালবাড়ির সবজি ও মাছ বাজারের ১১৩টি দোকান উচ্ছেদ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার তাদের নোটিশ দিয়ে সরে যেতে বলা হয়। কিন্তু তারা সরে না যাওয়ায় তাদেরকে উচ্ছেদ করা হলো।
0 coment rios: