যশোরে বিলাসবহুল প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ির ভেতর থেকে দুটি সিংহ ও দুটি বাঘের (লেপার্ড ক্যাট) বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে বাঘ-সিংহের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। পাচারের জন্য এগুলো ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলের শার্শায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের ধারণা।
আটক দুজন হলেন কামরুজ্জামান ওরফে বাবু ও রানা মিয়া। লেপার্ড দুটি এক-দেড় মাস ও সিংহের বাচ্চা দুটি দুই-আড়াই মাস বয়সের বলে ধারণা করা হচ্ছে।
বাঘ ও সিংহের বাচ্চা চারটি উদ্ধারের পর যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর উত্তরা এলাকা থেকে বাঘ
ও সিংহের বাচ্চাগুলো আনা হয়। গাড়ির ভেতর দুটি বাক্সে করে চালানটি সীমান্তবর্তী শার্শা উপজেলার এক ব্যক্তির বাড়িতে পৌঁছে দেয়ার কথা ছিল। তিনি জানান, বাচ্চাগুলো কোন প্রজাতির তা শনাক্তের জন্য বন বিভাগকে খবর দেয় পুলিশ। পরে বন বিভাগের কর্মকর্তারা এলে এগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের খুলনা বিভাগীয় কর্মকর্তা সরোয়ার আলম বলেন, প্রাণী চারটির মধ্যে দুটি সিংহের বাচ্চা বলে মনে হচ্ছে। অন্য দুটি লেপার্ড ক্যাট। চিতাবাঘের মতো দেখতে এ প্রাণী বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম বা মিজোরাম অঞ্চলের চা বাগানে দেখা যায়। তবে সিংহের বাচ্চাগুলো আমাদের দেশের নয়। এগুলো বাইরের কোনো দেশ থেকে আনা হতে পারে। এক্ষেত্রে বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা আরো ভালো বলতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যশোর কার্যালয় সূত্র জানায়, যে গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৩-২৭৯১) থেকে বাঘ-সিংহের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে, সেটির মালিক ঢাকার বনানী এলাকার মেসার্স স্টার গোল্ড ইন্টারন্যাশনালের মো. খাজা মঈনুদ্দিন। প্রতিষ্ঠানটি বনানীর কাকলী এলাকার নিউ এয়ারপোর্ট সড়কের ৯২/২ নম্বর বাড়ির হাজি টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত।
0 coment rios: