বৈরী আবহাওয়ার কারণে গুরুত্বপূর্ণ রুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে লঞ্চের পর এবার ফেরি সার্ভিসও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যাত্রীরা চরম দুর...
বৈরী আবহাওয়ার কারণে গুরুত্বপূর্ণ রুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে লঞ্চের পর এবার ফেরি সার্ভিসও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার দুপুরে বন্ধ হয় লঞ্চ সার্ভিস এবং শুক্রবার দিবাগত রাত ২টা থেকে বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিসও।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)'র আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আজমল হোসেন জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে শুক্রবার দিনভর পাটুরিয়া-দৌলতদিয়া ঝুঁকি নিয়ে নৌ-রুটে ফেরি চলাচল অব্যাহত রাখা হয়েছিল। কিন্তু রাতে বাতাসের গতিবেগ বেড়ে গেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।
ওই কর্মকর্তা জানান, বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণের মধ্যে না আসা পর্যন্ত পুনরায় ফেরি সার্ভিস চালু করা সম্ভব নয়।
ফেরি ঘাট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া উভয় প্রান্তে যাত্রীবাহী নৈশকোচ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক যানবাহন আটকা পড়েছে।
বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের নৌ-ট্রাফিক অফিসার ফরিদ হোসেন জানান, বৈরী আবহাওয়ায় সৃষ্ট বাতাসে নদীতে বড় আকার ঢেউয়ের সৃষ্টি হওয়ায় শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।