দুর্নীতির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি এমএ ওহাবকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশ...
দুর্নীতির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি এমএ ওহাবকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের বিশেষ জজ আদালত। একইসঙ্গে জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ ৩৬৯ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সিরাজুল ইসলাম জানান, এমএ ওহাব ২০০৮ সালের ১৫ মে দুদকে তার সম্পদের হিসাব বিবরণী জমা দেন। তার জমা দেওয়া হিসাব পর্যালোচনা করে ৪৫ লাখ ৯৭ হাজার ৮১০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ৯২ হাজার ৬৭৭ টাকার সম্পদ গোপনের তথ্য পাওয়া যায়। এরপর ওই বছর ২৪ নভেম্বর যশোরে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
তদন্ত শেষে ২০০৯ সালের ৪ নভেম্বর দুদক যশোরের উপ-পরিচালক নাসির উদ্দিন সাবেক এমপির বিরুদ্ধে ৯০ লাখ ৫১ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯৩ লাখ ৩৬৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিল করেন।
এদিকে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন বিবাদীপক্ষের আইনজীবী। এছাড়া আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকূপায় অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।