উপজেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে যশোর জিলা স্কুলের ছাত্ররা। তারা এ প্রতিযোগিতার বিতর্ক ও জ্ঞান জিজ্ঞাসায় ইভেন্টে চ...
উপজেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে যশোর জিলা স্কুলের ছাত্ররা। তারা এ প্রতিযোগিতার বিতর্ক ও জ্ঞান জিজ্ঞাসায় ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। স্কুল সূত্র জানায়, গতকাল সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতার বিষয় ছিল বিতর্ক, জ্ঞান জিজ্ঞাসা ও জারি গান। এর মধ্যে জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতায় জিলা স্কুলের শাকিল, রাফি, ধ্র“ব, রিফাত ও বিতর্ক প্রতিযোগিতায় বর্ণ, আশিষ, রাফি ও রিফাত অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। আগামী ১৬ অক্টোবর জেলা পর্যায়ের মৌসুমী প্রতিযোগিতায় জিলা স্কুলের বিজয়ী ছাত্ররা অংশ নেবে। এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দীন।