যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেছেন, আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। এ সংস্কৃতি অন্তরে লালন করেই সমৃদ্ধ দেশ গড়তে হবে। উদীচীর ৪৯তম প্রতি...
যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেছেন, আমাদের সংস্কৃতি আমাদের অহংকার। এ সংস্কৃতি অন্তরে লালন করেই সমৃদ্ধ দেশ গড়তে হবে। উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে সত্যেন সেন সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদীচী যশোরের উদ্যোগে সোমবার সন্ধ্যায় ঐতিহাসিক টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে এ আলোচনা সভা হয়।
জেলা প্রশাসক আশরাফ উদ্দিন আরো বলেন, বাঙালি জাতিসত্তাকে লালন করে তার সমৃদ্ধ সংস্কৃতি বিকাশে উদীচী তার জন্মলগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের এ প্রয়াস অব্যহত থাকবে বলে তিনি আশাবাদী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সহসভাপতি ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, অ্যাড. আমিনুর রহমান হিরু। সভাপতিত্ব করেন সত্যেন সেন সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক হায়দার আলী চৌধুরী সনু। স্বাগত বক্তব্য দেন সত্যেন সেন সাংস্কৃতিক প্রতিযোগিতার সদস্য সচিব কাজী শাহেদ নওয়াজ।
আলোচনার আগে বিকেল ৫টায় এ মঞ্চে সমবেতকণ্ঠে জাতীয় ও সংগঠন সংগীত পরিবেশন করে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সত্যেন সেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করে।