ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর শেষ তামিম ইকবালের। আগামীকাল দেশে ফিরতে হচ্ছে তামিমকে। শঙ্কা রয়েছে বিপিএলে খেলা নিয়েও।
আগামী ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। জানা গেছে, টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ তামিম খেলতে পারবেন না।
বিপিএলের এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের আইকন খেলোয়াড় তামিম ইকবাল। গত দুই আসরে তিনি চিটাগং ভাইকিংসের আইকন খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। আর গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আইকন খেলোয়াড় ও অধিনায়ক হিসাবে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ উরুর মাংসপেশিতে ইনজুরি হয়েছিল তামিম ইকবালের। এই ইনজুরি নিয়ে তিনি খেলেন প্রথম টেস্টে। কিন্তু দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি। তবে, তিনি শতভাগ ফিট না হয়েই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলেন।
0 coment rios: