যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন নিহত হয়েছেন। বুধবার রাতে শহরের লোহাপট্টিতে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ফেরদৌসের সঙ্গে তার বন্ধু ও বিএনপিকর্মী ফারুকের কথা কাটাকাটি হয়। রাত ১০টার দিকে লোহাপট্টি এলাকায় দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাক্তার ওহিদুজ্জামান আজাদ জানান, তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
0 coment rios: