চলতি বছর ছোটবেলার বান্ধবী রোকজ্জুকে বিয়ে করেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। দীর্ঘ পথচলার বিয়ের পিঁড়িতে বসেন তারা। এদিকে দু’টি পুত্র সন্তান রয়েছে তাদের।
খাদের কিনারায় থেকে দলকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন তার স্বামী মেসি। মূলত তার অবিশ্বাস্য হ্যাটট্রিকে ২০১৮ বিশ্বকাপের টিকিট পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এমন জয়ের পর মেসির ভূয়সী প্রশংসায় মাতেন রোকজ্জু। বলেন, `আমি গর্বিত, এই নিয়ে কখনোই দ্বিধা ছিল না! আমার ভালবাসা শুধু তোমার জন্য। এখন বাড়ি ফিরে এসো, আমরা তোমাকে অনেক মিস করছি। `
দলের হয়ে কিছু করতে পারা সবসময় গর্বের বিষয় এবং তুমি তা করে দেখিয়েছো। মেসির স্ত্রী রোকজ্জু মেসির পথ চলার বড় সঙ্গী। এমনকি তিনি তার খেলার ভক্তও বটে।
0 coment rios: