যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শনিবার সকালে যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা এলাকার শেখ সুমন ও বেনাপোল কাগজ পুকুর এলাকার কামরুল ইসলাম।
যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে ইয়াবা বহন করছে। এসময় অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয় ও ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম বারআওলিয়া থেকে সংগ্রহ করে যশোর বেনাপোলে নিয়ে যাচ্ছিল বলে জানান ওসি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0 coment rios: