শুধুমাত্র ইউটিউব দেখেই বিমান চালানোর পদ্ধতি আয়ত্ত করে ফেলেছে ৬ বছরের ছেলে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা একেবারেই সত্যি। উত্তর আফ্রিকার ম...
শুধুমাত্র ইউটিউব দেখেই বিমান চালানোর পদ্ধতি আয়ত্ত করে ফেলেছে ৬ বছরের ছেলে। অবিশ্বাস্য মনে হলেও ঘটনা একেবারেই সত্যি। উত্তর আফ্রিকার মরক্কোয় বাসিন্দা আমেরকে বিমানের ককপিটে বসালেই সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়িয়ে নিয়ে যেতে পাড়ে বিমান।
ইউটিউবে বসে ঘণ্টার পর ঘণ্টা বিমানের টেকঅফ থেকে ল্যান্ডিং— সব ধরনের ভিডিও দেখা শুরু করে সে। সেখান থেকেই শিখে ফেলা বিমান চালনার আদব কায়দা। কিন্তু এমন করে কি বিমান চালানো শেখা যায়? আমের হয়তো সেই বিরলতমদের মধ্যে অন্যতম।
এ মাসেরই গোড়ায় ইতিহাদ এয়ারওয়েজের উড়ানে বাবা-মায়ের সঙ্গে মারাকাস থেকে আবুধাবি আসছিল আমের। মাঝ আকাশে পাইলটের সঙ্গে দেখা করতে চায় আমের। ৬ বছরের যাত্রীর ডাক শুনে একটু অবাকই হয়ে গিয়েছিলেন বিমানের ফার্স্ট অফিসার ক্যাপ্টেন সমীর ইয়াকলেফ। সটান এসে হাঁটু মুড়ে বসে পড়েন আমেরের সামনে। তার পর এতটা অবাক জীবনে আর কখনও হয়তো হননি তিনি।