প্রেম ভালোবাসা এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই যখন দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সন্দেহ হয় সে আপনাকে যথেষ্ট সময় দিচ্ছে কিনা। এখন আ...
প্রেম ভালোবাসা এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই যখন দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সন্দেহ হয় সে আপনাকে যথেষ্ট সময় দিচ্ছে কিনা। এখন আর এগুলো নিয়ে চিন্তার কারণ নেই। কারণ আপনি নিজেই বুঝতে পারবেন আপনাদের সম্পর্কটি পারফেক্ট কিনা।
বিশ্বাস:
সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকা বাধ্যতামূলক। যে সম্পর্কে বিশ্বাস না থাকে সেই সম্পর্ক কোনো দিনও সুখের হয় না। সম্পর্ক ‘পারফেক্ট’ হওয়ার জন্য দুজনেরই দুজনকে বিশ্বাস করাটা খুব জরুরি।
দুজনের মধ্যে যোগাযোগের সমস্যা?
রোজ কথা হয় একে অপরের সঙ্গে? যদি নাও হয় নিজেদের স্বাভাবিক যোগাযোগ আছে দুজনের মধ্যে। তাহলে আর সমস্যা কোথায়? একে অপরের মধ্যে যদি স্বাভাবিক সংযোগ ও কথাবার্তা হয়, তাহলে আপনাদের মধ্যে দূরত্বের কোনো কারণ নেই। আপনারা একদম সঠিক অবস্থানে আছেন।
দুজনের মধ্যে স্বচ্ছতা আছে?
আপনার এবং আপনার সঙ্গীর সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আছে? মন খুলে নিজেদের ভালোলাগা, খারাপ লাগার কথা দুজনেই নিশ্চিন্তে বলতে পারেন একে অপরকে? যদি তা হয় তাহলে নিশ্চিন্তে থাকুন। সম্পর্কে স্বচ্ছতা থাকা মানে আপনারা দুজনে সঠিক নির্বাচন করেছেন।
দুজনেই স্বাধীন!
সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই উচিত দুজনকে স্বাধীনতা দেয়া। কারও উপর জোর করে কিছু চাপিয়ে দেয়া ঠিক না। কারণ দুজনেরই ব্যক্তিগত জীবনের কিছু পছন্দ-অপছন্দ আছে।
সম্পর্কে কোনও শর্ত নেই:
আপনাদের দুজনের সম্পর্ক কি কোনো শর্তের উপর নির্ভর করে এগোচ্ছে? আপনার সঙ্গী কোনো কাজ করেছেন তাই আপনিও অন্য একটি কাজ করবেন, এই ধরনের শর্ত দিয়ে সম্পর্ক এগোন। তাহলে কিন্তু সম্পর্কটা ঠিক নেই মোটেই।