ঘটনাটি ভারতের বিহারের। বিহার রাজ্যের কৈমুর জেলার ভাবুয়া শহরে সোনুর মামার বাড়িতে ভাড়া থাকত অভিযুক্তের পরিবার। মামার বাড়িতে থাকত সোনুও। একই বাসায় থাকায় সোনুর সাথে অভিযুক্ত কিশোরের বোনের প্রনয় হয়। প্রায় তারা লুকিয়ে দেখা করতো। কিন্তু হঠাত একদিন প্রেমিকের সঙ্গে বোনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে অভিযুক্ত কিশোর। বাবা-মাকে জানালে, এই নিয়ে তুমুল অশান্তি হয়।
ঘটনাটি জানাজানি হয়ে গেলে ,পরিবারটিকে ভাড়া বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়।
আর তাতেই ক্ষোভে আরো ফেটে পরেন প্রেমিকার ভাই। সেই রাগেই বোনের প্রেমিককে গলা কেটে নৃশংসভাবে খুন করে । অভিযুক্ত এই কিশোর দশম শ্রেণির ছাত্র। কিন্তু খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ১৫ বছরের ওই কিশোর।
0 coment rios: