যশোরে ৩দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর নতুন উপশহরে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ...
যশোরে ৩দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে।
বুধবার সন্ধ্যায় যশোর নতুন উপশহরে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘আমরা চাকরি করতে চাই না, আমরা চাকরি দিতে চাই’ এই শ্লোগানে ৩দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে শিল্প সহায়ক কেন্দ্র (শিসকে) যশোর। এ কোর্সে ৫০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) যশোর এর উপ-মহাব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান।