যশোরের মণিরামপুরে এক নবজাতকের (ছেলে) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চি দক্ষিণপাড়...
যশোরের মণিরামপুরে এক নবজাতকের (ছেলে) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চি দক্ষিণপাড়ায় পাকা সড়কের পাশে একটি ডোবায় প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকা থেকে বহু নারী-পুরুষ সেখানে ভিড় করেন। সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে পঁচা গন্ধ পাওয়া যায়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে তা জানা যায়নি।
রমজান নামে এক শিশু জানায়, দুপুরে সে ওই ডোবায় মাছ ধরতে যায়। তখন প্যাকেটে মোড়ানো অবস্থায় মানুষের পায়ের মতো ভাসতে দেখে আশপাশের লোকজনকে সে খবর দেয়। প্যাকেটের মুখ লাল রংয়ের জামা দিয়ে মোড়ানো ছিল।
হাসিব রেজা নামে এক ছাত্র জানায়, দুই-তিন দিন ধরে প্যাকেটটি পুকুরে ভাসতে দেখছে লোকজন। বিকেলে খবর পেয়ে লোকজন এসে লাঠি দিয়ে খোঁচা দিতেই বাচ্চাটি বেরিয়ে আসে। তখন সেখান থেকে পঁচা গন্ধ বের হতে শুরু করে।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক এসআই নবুয়াত হোসেন ঘটনাস্থল থেকে জানান, শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।