দক্ষতা বাড়াতে আগামী ২৯ অক্টোবর যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে সাড়ে ৯শ’ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানকে দিনব্যাপি প্রশিক্ষণ ...
দক্ষতা বাড়াতে আগামী ২৯ অক্টোবর যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজে সাড়ে ৯শ’ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানকে দিনব্যাপি প্রশিক্ষণ দেবে জেলা শিক্ষা অফিস। এ লক্ষ্যে গতকাল জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় নিজস্ব অডিটোরিয়ামে মাস্টার ট্রেইনার ও প্রধান শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ফলো আপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল মহিবুল আকবার মজুমদার। জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের পরিদর্শক গাজী হুমায়ুন কবীর, রেজাউল ইসলাম, মাস্টার ট্রেইনার ছাকিরুল ইসলাম প্রমুখ।
জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু জানান, প্রতিষ্ঠান প্রধানরা প্রশিক্ষণ পাওয়ার পর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দক্ষতা, ধারাবাহিক মূল্যায়ন, অনলাইন তথ্যভিত্তিক ও সৃজনশীল পদ্ধতির শিক্ষা দিতে পারবে। ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারে। এজন্য সাড়ে ৯শ’ মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানকে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এরমধ্যে ৫শ’৩৭ মাধ্যমিক বিদ্যালয় ও ৪শ’১৩ মাদ্রাসা রয়েছে।