দশ দিন ধরে নিখোঁজয়েছেন যশোরের জেনেসিস হাসপাতালের চিকিৎসক ইয়াছিন আল আমিন শুভ্র (৩৮)। গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি ওই হাসপাতালে ...
দশ দিন ধরে নিখোঁজয়েছেন যশোরের জেনেসিস হাসপাতালের চিকিৎসক ইয়াছিন আল আমিন শুভ্র (৩৮)। গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি ওই হাসপাতালে যাওয়ার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
ডা. ইয়াছিন আল আমিন শুভ্রর স্ত্রী শারমিন নাহার তামান্না কোতয়ালী থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেছেন, তারা যশোর শহরের এমএসটিপি স্কুলের বস্তাপট্টি এলাকার কাজলের বাড়িতে ভাড়া থাকেন।
তার স্বামী ডা. শুভ্র জেনেসিস হাসপাতালে চাকরি করেন। ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হন শুভ্র। এরপর নিজের ব্যবহৃত ফোন থেকে তিনি জানান, আজ বাসায় ফিরতে বিলম্ব হবে।
ওই দিন সন্ধ্যার দিকে তিনি ডা. শুভ্রর মোবাইল নম্বরে ফের ফোন দেন। কিন্তু তা বন্ধ যাওয়া যায়। এরপর থেকে তিনি (ডা. শুভ্র) আর বাড়িতে ফেরেননি। তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জনের কাছে শুভ্রর সন্ধান করা হয়েছে। কিন্তু এখনো তার সন্ধান পাওয়া যায়নি।