যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে তিন ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে য...
যশোর শহরের পুরাতন কসবা এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে তিন ব্যক্তিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পুরাতন কসবা সেবাসংঘ বিদ্যালয় এলাকার আমজাদ হোসেন, একই এলাকার নাসরিন সুলতানা ও শহীদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল আহম্মেদ বলেন, শহরের পুরাতন কসবা এলাকার সেবাসংঘ বিদ্যালয়ের পাশের দুটি বাড়ি দীর্ঘ দিন ধরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সঞ্চালন লাইন থেকে সরাসরি তারের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসলে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আমজাদ হোসেনকে দুই হাজার, নাসরিন সুলতানাকে ১৫ হাজার এবং শহীদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- ওজোপাডিকোর উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাউল করীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।