যশোরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার চারদিন পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার (৩০ অক্টো...
যশোরে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু (৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার চারদিন পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে স্বজনরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিশুটির মা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে তার মেয়ে বাড়ির উঠানে খেলা করছিল। তিনি সে সময় বাসা-বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তার স্বামীও দুপুরে খেয়ে কাজে বেরিয়ে যান। এই সুযোগে প্রতিবেশী আজগরের ছেলে আকাশ তার মেয়েকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করে।
আকাশ যশোর মাহমুদুর রহমান স্কুলের দশম শ্রেণির ছাত্র।
শিশুটির মা জানান, আজ সোমবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় চিকিৎসক শিশুটিকে ভর্তি করে পরীক্ষার জন্য লেবার ওয়ার্ডে পাঠান।
ডা. মনিরুজ্জামান লর্ড জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়ায় শিশুকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার সোমবার বিকালে বলেন, ‘ওই ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। এজাহার নেওয়া হচ্ছে।’