মোঃ রাসেল ইসলাম,জেলা প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানার যশোর বেনাপোল মহাসড়কের দিঘিরপাড় নামক স্থান থেকে একটি কাটা রাইফেল ৫ রাউন্ড গুলি সহ মাসু...
মোঃ রাসেল ইসলাম,জেলা প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানার যশোর বেনাপোল মহাসড়কের দিঘিরপাড় নামক স্থান থেকে একটি কাটা রাইফেল ৫ রাউন্ড গুলি সহ মাসুম (৩৪) ও জসিম (৩৬) নামে দুইজন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত মাসুম খুলনা জেলার ফুলতলা থানার যুগনীপাশা গ্রামের আব্দুস সালামের ছেলে ও যশোর জেলার অভয়নগর থানার সিরাজকাঠি গ্রামের ওয়াজেদের ছেলে জসিম।
বেনাপোল পোর্ট থানার এসআই ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল মহাসড়কের দিঘিরপাড় নামক স্থানে তাদের মোটর সাইকেল থামিয়ে তাদের কাছে থাকা একটি কাটা রাইফেল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে সপোর্দ করা হবে বলে তিনি জানান।