অভ্যন্তরীণ পাঁচটি রুটে টিকিটের মূল্য কমিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর...
অভ্যন্তরীণ পাঁচটি রুটে টিকিটের মূল্য কমিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। রুটগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও সিলেট। আগামী ১২ই অক্টোবর থেকে নতুন ভাড়ায় নভোএয়ারে ভ্রমণ করা যাবে।
একমুখী যাত্রার জন্য নতুন সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম রুটে ২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার রুটে ৩ হাজার ৯০০ টাকা, যশোর রুটে ২ হাজার ৭০০ টাকা, সৈয়দপুর রুটে ২ হাজার ৭০০ টাকা এবং সিলেট রুটে ২ হাজার ৭০০ টাকা।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে বেসরকারি এ বিমান সংস্থাটি প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে পাঁচটি, যশোর তিনটি, সৈয়দপুর তিনটি, কক্সবাজার দু’টি, সিলেট একটি এবং কলকাতা রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।