যশোরে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) স্বপন বিশ্বাসের কাছে চাঁদা দা...
যশোরে চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা পরিচয়ে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) স্বপন বিশ্বাসের কাছে চাঁদা দাবি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মোবাইল ফোনে তার কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় প্রকৌশলী স্বপন বিশ্বাস পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল ১০ টা ৩১ মিনিটে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নাম ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তি ০১৮৮৪-৩৭৬১১২ নম্বর মোবাইল থেকে উপ-সহকারী প্রকৌশলী স্বপন বিশ্বাসের কাছে ফোন ( ০১৯২৪-৩৯৬১৪৮) করেন। এ সময় ওই ব্যক্তি তাকে বলেন, ‘আমাদের দলের বেশ কয়েকজন জেলে বন্দি আছে। তাদের জামিন করাতে ৪০ থেকে ৪৫ লাখ টাকা প্রয়োজন। বেশ কিছু টাকা আদায় হয়েছে। আপনি কত টাকা দিতে পারবেন?’ জবাব প্রকৌশলী বলেন,‘আমি সততার সাথে চাকরি করি। আমি আপনাকে কোন টাকা দিতে পারবো না।’ এ কথা শুনে অজ্ঞাত ব্যক্তি তাকে বলেন, ‘এটা আমার দ্বিতীয়বারের মতো চাঁদা আদায়। টাকা না পেলে ছেলে মেয়েদের পথে ঘাটে যেখানে পাবো শেষ করে দেবো। কান টানলে মাথা আসে।’ এই বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন ওই ব্যক্তি। এদিকে হুমকি পাওয়ার পর প্রকৌশলী স্বপন বিশ্বাস নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে। এ বিষয়ে তিনি কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করেছেন।