ইনজুরির কারণে আগামীকাল দেশে ফিরবেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সিরিজের এখনও একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। টি-টোয়েন্...
ইনজুরির কারণে আগামীকাল দেশে ফিরবেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকা সিরিজের এখনও একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। টি-টোয়েন্টিতে তামিমের বদলে দলে ঢুকবেন মুমিনুল হক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় মুমিনুল দলে ঢুকবে’।
আগামীকাল অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। ইস্ট লন্ডনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। এরপর অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।