যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে।
বাজার তদারকি সংস্থার সহকারী পরিচালক মো. সোহেল শেখ বুধবার বেলা পৌনে ১২টার দিকে জেনারেল হাসপাতালের সামনে ঘোপ নওয়াপাড়া রোডে ছাপা এন্টারপ্রাইজ ও সুন্দরবন বেকারিতে এই জরিমানা করেন।
সোহেল শেখ জানান, অভিযানকালে দেখা যায়, ছাপা এন্টারপ্রাইজ নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নোংরা পরিবেশ। সেখান মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং বিস্কুট সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সেলিমকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
পাশেই সুন্দরবন বেকারিতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন চকলেট ও দই সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সবুজকে আইনের একই ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়, বলেন সোহেল শেখ।
0 coment rios: