চৌগাছায় একটি ছিনতাই মামলা তুলে না নেয়ায় মশিয়ার রহমান (৩২) নামের এক স্কুল শিক্ষককে গাছে বেঁধে মারপিট করেছে দুর্বৃত্তরা। আহত শিক্ষক উপজেলার...
চৌগাছায় একটি ছিনতাই মামলা তুলে না নেয়ায় মশিয়ার রহমান (৩২) নামের এক স্কুল শিক্ষককে গাছে বেঁধে মারপিট করেছে দুর্বৃত্তরা। আহত শিক্ষক উপজেলার ছোট কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গয়ড়া গ্রামের আলতাফ হোসেন খানের ছেলে।
শিক্ষক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার সময় একই গ্রামের সাবেক মেম্বার আতাউল হকের নেতৃত্বে মুন্তাজ আলী, শুকুর আলী, মজনু, রোস্তম, শামীম ও শামনুর তার পথরোধ করেন। তাদের নামে চৌগাছা থানায় দায়ের করা ছিনতাই মামলা তুলে নিতে বলেছিলো তারা।
মশিয়ার অস্বীকার করলে শুরু হয় মারপিট। এক পর্যায় তাকে গাছে বেঁধে বেদম মারপিট করা হয়। এ সময় মশিয়ারের স্ত্রী রুমা, মা মোমেনা বেগম ও প্রতিবেশী ফিরোজ খান ঠেকাতে এলে তাদেরও মারপিট করা হয়। বর্তমান মশিয়ার এবং তার স্ত্রী ও মা চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, মশিয়ারের ভাই জিয়াউর রহমান গত ৫ অক্টোবর উল্লেখিত দুর্বৃত্তদের নামে চৌগাছা থানায় একটি ছিনতাই মামলা করে।
শিক্ষক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে পাশের বাজারে যাওয়ার সময় একই গ্রামের সাবেক মেম্বার আতাউল হকের নেতৃত্বে মুন্তাজ আলী, শুকুর আলী, মজনু, রোস্তম, শামীম ও শামনুর তার পথরোধ করেন। তাদের নামে চৌগাছা থানায় দায়ের করা ছিনতাই মামলা তুলে নিতে বলেছিলো তারা।
মশিয়ার অস্বীকার করলে শুরু হয় মারপিট। এক পর্যায় তাকে গাছে বেঁধে বেদম মারপিট করা হয়। এ সময় মশিয়ারের স্ত্রী রুমা, মা মোমেনা বেগম ও প্রতিবেশী ফিরোজ খান ঠেকাতে এলে তাদেরও মারপিট করা হয়। বর্তমান মশিয়ার এবং তার স্ত্রী ও মা চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, মশিয়ারের ভাই জিয়াউর রহমান গত ৫ অক্টোবর উল্লেখিত দুর্বৃত্তদের নামে চৌগাছা থানায় একটি ছিনতাই মামলা করে।