যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির মালিক মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়...
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির মালিক মোজাফফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম এই আদেশ দেন।
পুলিশ জানায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজাফফরকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ও রিমান্ড শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন।
সোমবার যশোর শহর থেকে নব্য জেএমবি'র সংগঠক মোজাফফর হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পাগলদাহ মাঠপাড়া গ্রাম থেকে মোজাফফরের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় সোমবার রাতেই সন্ত্রাস দমন আইনে মোজাফফরসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে পুলিশ।