৬ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্র উৎসব। ১৬ দিনের এ উৎসব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে জনপ্রিয় এবং সাড়া জাগানো চলচ্চিত্র।
নতুন প্রজন্মের কাছে দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন দর্শক সৃষ্টির লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ চলচ্চিত্র উৎসবের অয়োজন করা হচ্ছে।
উৎসবের প্রথম দিন ৬ অক্টোবর প্রদর্শিত হবে শংখচিল, ৭ অক্টোবর দর্পণ বিসর্জন, ৮ অক্টোবর মেঘলা আকাশ, ৯ অক্টোবর আহা, ১০ অক্টোবর টেলিভিশন, ১১ অক্টোবর রানী কুঠিরের বাকি ইতিহাস, ১২ অক্টোবর অজ্ঞাতনামা, ১৪ অক্টোবর জালালের গল্প, ১৫ অক্টোবর অন্তযাত্রা, ১৬ অক্টোবর মেঘমল্লার, ১৭ অক্টোবর তের নম্বর ফেকু উস্তাগারলেন, ১৮ অক্টোবর স্বপ্নডানা, ১৯ অক্টোবর শোভনের স্বাধীনতা, ২০ অক্টোবর জীবন ঢুলি ও ২১ অক্টোবর মনপুরা।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু জানান, এ আয়োজন উৎসবমুখর করে তুলতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ১৬ দিনের এ উৎসবে মুক্তিযুদ্ধ, সামাজিক এবং রোমান্টিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
নতুন প্রজন্মের কাছে দেশীয় চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন দর্শক সৃষ্টির লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ চলচ্চিত্র উৎসবের অয়োজন করা হচ্ছে।
উৎসবের প্রথম দিন ৬ অক্টোবর প্রদর্শিত হবে শংখচিল, ৭ অক্টোবর দর্পণ বিসর্জন, ৮ অক্টোবর মেঘলা আকাশ, ৯ অক্টোবর আহা, ১০ অক্টোবর টেলিভিশন, ১১ অক্টোবর রানী কুঠিরের বাকি ইতিহাস, ১২ অক্টোবর অজ্ঞাতনামা, ১৪ অক্টোবর জালালের গল্প, ১৫ অক্টোবর অন্তযাত্রা, ১৬ অক্টোবর মেঘমল্লার, ১৭ অক্টোবর তের নম্বর ফেকু উস্তাগারলেন, ১৮ অক্টোবর স্বপ্নডানা, ১৯ অক্টোবর শোভনের স্বাধীনতা, ২০ অক্টোবর জীবন ঢুলি ও ২১ অক্টোবর মনপুরা।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু জানান, এ আয়োজন উৎসবমুখর করে তুলতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ১৬ দিনের এ উৎসবে মুক্তিযুদ্ধ, সামাজিক এবং রোমান্টিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।
0 coment rios: