যশোরের মণিরামপুরে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের পর গাছে বেঁধে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পরদিন ওই বধূ অসুস্থ অবস্থায় থানায় গিয়ে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।
সূত্র জানায়, মাদ্রাসায় পড়ুয়া শিশু সন্তানকে দেখতে গিয়ে উপজেলার মাছনা নতুনহাট এলাকায় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। মাছনা এলাকার আব্দুল হামিদ নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে। মণিরামপুর থানায় এনে ৫ ধর্ষকের নামে অভিযোগ করা হয়। অভিযোগটি থানার এসআই জুয়েলের কাছে রয়েছে।
এসআই জুয়েল হোসেন বলেন, কয়েকদিন আগে ওই গৃহবধূ এক ব্যক্তির সাথে থানায় এসে তার উপর নির্যাতন চালানোর অভিযোগ করেন। কিন্তু ওই নারীসহ আর কেউ পরে থানায় আসেনি বলে তিনি দাবি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গৃহবধুর পিতার বাড়ি উপজেলার মুন্সি খানপুর গ্রামে এবং শ্বশুর বাড়ি পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মহিলা মাদ্রাসার পাশে। তার স্বামী বিদেশ থেকে বাড়ি আসার পর পারিবারিক কলহের জের ধরে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এরপর সে যশোরের একটি ক্লিনিকে কাজ নেয়। তার শিশু সন্তান মাছনা মাদ্রাসায় লেখাপড়া করে।
0 coment rios: