“সুন্দর জীবনের জন্য স্কাউটিং” শ্লোগানে আগামী ১১-১৬ জানুয়ারি যশোর পুলেরহাট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল আয়োজিত ১৮-তম সমাবেশের উদ্বোধন করা হবে ১২ জানুয়ারি।
বুধবার যশোর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৮-তম আঞ্চলিক স্কাউট সমাবেশের সাংগঠনিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্কাউট সমাবেশ সফল করার জন্য বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুন নবী, সমাবেশের সদস্য সচিব ও বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) আবু হান্নানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্কাউটের প্রতিনিধিরা।
0 coment rios: