অভিনয়ের চেয়ে মডেলিংয়ের জন্যই বেশি পরিচিত কেট আপটন। ২০১১ সালে ‘স্পোর্টস ইলাসট্রেটেড’ নামক মার্কিন একটি সাময়িকীর মডেল হয়ে প্রথমে নজর কাড়েন তিনি।
পরে এ সাময়িকীর প্রচ্ছদেই বেশ কয়েকবার দেখা গেছে তাকে। সম্প্রতি স্পোর্টস ইলাসট্রেটেড সাময়িকীর জন্য ফের বাহামাসের সমুদ্র সৈকতে টপলেস ফটোশ্যুট করেছেন কেট।
0 coment rios: