ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানার পরেও বন্ধ হচ্ছে না মেয়াদ উত্তীর্ণ পণ্য বেচা-কেনা। যশোর জেনারেল হাসপাতালের সম্মুখে হরদম মেয়াদ উত্তীর্ণ বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের সম্মুখে সুন্দরবন বেকারী থেকে একটি সেভেনআপ (কোমল পানিও) ক্রয় করেন রুমন নামের একজন ক্রেতা। তিনি খেয়াল করেন পানিওটির মেয়াদ দুই মাস আগে শেষ হয়েছে। বিষয়টি জানাযানি হলে লোকজন জড়হলে হাসপাতালের কিছু দালাল ক্রেতা রুমনকে চলে যেতে বলে।
জানতে চাইলে সুন্দরবন বেকারীর প্রোপাইটার হাফিজের ছেলে মো.সবুজ হোসেন কোম্পানীর অজুহাত দেখিয়ে বলেন, কোম্পানীর লোকেরা ফ্রিজে সাজিয়ে রেখে যায়, আমরা বিক্রি করি। পানিও গুলো শুক্রবার কোম্পানীর লোকেরা ফ্রিজে রেখে গেছে আমি দেখিনি।
রুমনসহ জড়ো হওয়া লোকজনদের দাবি হরদম মেয়াদ উর্ত্তিন পানিও বিক্রি করছে যশোর জেনারেল হাসপাতালের সম্মুখে থাকা অনেক দোকান। সংস্লিষ্ট অধিদপ্তরের প্রতি এহন কর্মকান্ড প্রতিহত করার জরুরি পদক্ষেপ গ্রহণ কারার দাবি জানান তারা।
0 coment rios: