বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈনিক লীগের সভাপতি টিপু সুলতান যশোর জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনকে সন্ত্র...
বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈনিক লীগের সভাপতি টিপু সুলতান যশোর জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে অভিযোগ করেছেন। ১০ সেপ্টেম্বর যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেনের সংবাদ সম্মেলনের মিথ্যা ও কাল্পনিক অভিযোগে বিরুদ্ধে মঙ্গলবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে পাল্টা এ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টিপু সুলতান আরও বলেন, তার বন্ধু যুবলীগের নেতা টিপু সুলতানের বাঘারপাড়া উপজেলার পারকুল গ্রামের পেত্রিক সম্পত্তি ইকবাল হোসেন ও তার সহযোগীরা দখল করতে যায়। সে সময় আদালতের আদেশের কথা জানালে জেলা পরিষদের সদস্য হওয়ার সত্বেও তিনি আইনকে অমান্য করে সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে দখলের প্রক্রিয়া শুরু করে। স্থানীয় জনগন এ সময় বাধা দিলে তাদেরকে জীবন নাশের হুমকি দিয়ে চলে আসেন। এরপর থেকে দরাজহাট বাজারে প্রতিদিনই বিএনপি-জামাতের বিভিন্ন পদের নেতাকর্মী নুরুজ্জামান ওরফে লাদেন, হাকিম, লাল মিয়া, আসাদ, মোস্তফা সফিউল্লাহ, আবু হুরাইরা, নিপ্তাহুল, পারভেজ, মোবেশ^র, সোহাগ, সুফিয়ান, বাবলু, মাহমুদকে নিয়ে দরাজহাট,পারকুল ও বুধোপুর জনসাধারণকে হুমকি ধামকি দিতে থাকে। এমনকি এসব গ্রামের স্কুল ও কলেজ গামী ছাত্রছাত্রীদের গতিরোধ করে হুমকি ধামকি দিয়েছে। তারপর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মোল্যা, ইমরাত বিশ^াস, তার আপন চাচত ভাই বিদুৎকে বেধড়ক মারপিট করে। স্থানীয় কয়েক গ্রামের লোকজন তার এ ঘটনার প্রতিবাদ জানালে তিনি গ্রামবাসীকে জামায়াত বিএনপির নেতাকর্মী আখ্যায়িত করে বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি সত্যতা না পাওয়ায় তার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেনি। শুধু তাই নয় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদের দায়িত্বশীল নেতৃবৃন্দকে বিএনপি ও জামায়াতের কর্মী পরিচয় দিয়ে গত ১০ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে টিপু সুলতান ইকবাল হোসেনের সংবাদ সম্মেলনের মিথ্যা ও বানোয়াট তথ্য তুলে ধরার তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দরাজহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রহমান, আওয়ামীলীগ নেতা আ: আজিজ, বিদ্যুৎ আলী, যুবলীগ নেতা টিপু সুলতান প্রমূখ।