র্যাব সদস্যরা বেনাপোল সীমান্তে প্রায় ৭শ’ বোতল ফেনসিডিলসহ নুরউদ্দিন নুরু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে। আটক নুরউদ্দিন নুরু বেনাপোল বারোপোতা মষিডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে। শনিবার রাত সাড়ে নয় টার দিকে দক্ষিণ বারপোতা গ্রামের একটি হলুদ বাগান থেকে তাকে এ বিপুল পরিমানে ফেনসিডিলসহ গ্রেফতার হয় উক্ত যুবক।
যশোর র্যাব-৬ ক্যাম্পের এর সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের মাধ্যমে দক্ষিণবারপোতা গ্রামের আতি মোড়লের হলুদ বাগানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরউদ্দিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার মুখ খুলে ৬শ’ ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়”। রাতেই মাদক ব্যবসায়ী নুরউদ্দিন নুরুর নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
0 coment rios: