প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে যশোর জেলা ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে মাইকেল মধুসূদন কলেজ ক্যা...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল করেছে যশোর জেলা ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার সকালে মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান।
মিছিলটি কলেজ স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি একে এম খয়রাত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, এমএম কলেজ শাখার সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তহিদ, সহসভাপতি রাশেদ খান মেননসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।