রূপদিয়ায় প্রেমের টানে এবার বৌ’মার হাত ধরে ঘর ছেড়েছে উধাও হয়েছে ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুন্না। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, ওবায়দুল শেখ মুন্না যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন শ্রমিকদলের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। ওবায়দুল শেখ মুন্না অরফে ঘরজামাই মুন্না হাটবিলা-জামতলার আলী আরজন মোল্লার মেয়ে জামাই। বিয়ের পর থেকেই মুন্না শশুর বাড়িতে ঘরজামাই হিসাবে থেকে আফিল ব্রিকসের একটি ট্রাকে ড্রাইভারী করত। সংসার জীবনে মুন্নার ৪-ছেলে সন্তান রয়েছে।
সূত্র জানায়, ইউনিয়ন শ্রমিকদলের এই নেতা তার’ই বড় শ্যালক আতর জামাল মোল্লার ছেলে, প্রবাসী আল-আমিনের স্ত্রী রূপালী খাতুন (২২) (সম্পর্কে বৌ’মার) সাথে গভীর প্রেমে জড়িয়ে পড়ে। শ্যালকের ছেলে আল-আমিন বিদেশে থাকা ও স্ত্রী রূপালী বেগমের একাকিত্ব থাকার সুযোগে শ্রমিকদল নেতা পরিচয় ধারী লম্পট (ফুফা শ্বশুর) ওবায়দুল শেখ মুন্না অরফে ঘরজামাই মুন্নার প্রেম ফাঁদে ফেলে কব্জায় নেয়। দির্ঘদিন ধরে পরিবারের ওন্য সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বৌ’মার সাথে অবৈধ্য প্রেমের সম্পর্ক চলে আসছিলো। মাস দুইয়েক পূর্বে গভীর রাতে বাড়ির মধ্যে বাথরুমে শ্বশুর-বৌমাকে আপত্তীকর অবস্থায় পরিবারের সদস্যরা হাতেনাতে ধরে ফেলে। সংসারের কথা চিন্তা করে পারিবারিক ভাবে ঘটনাটি মিমাংসা করে তাতক্ষনিক ঢামাচাপা দিলেও সম্প্রতি গত- শুক্রবার গভীর রাতে শ্রমিকদল নেতা মুন্না অরফে ঘরজামাই মুন্না লম্পট শ্বশুরের প্রেমে অন্ধ হয়ে বৌ’মা রূপালী বেগম ১বছর বয়সের ছোট্ট কন্যা সন্তান ফেলে নিরুদেশ হয়েছে। শ্বশুর-বৌ’মার উধাও হওয়ার এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
0 coment rios: