যশোরের ঝিকরগাছায় মতিয়ার রহমান (৪৫) নামে এক কৃষককে তার ভাবি হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার গদখালী পটুয়াপাড়ায় এ ঘটনা ঘটে। মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
বলা হচ্ছে, অন্ডকোষ চেপে মতিয়ারকে হত্যা করেন তার ভাবি রায়হাতুন খাতুন। মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মতিয়ারের ভাই আবু হোসেনকে আটক করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিহতের ভাই আবু হোসেন ও তার স্ত্রী ঝগড়া করছিল। রায়হাতুন নেছা মা-বাপ তুলে তার স্বামীকে গালিগালাজ করতে থাকে। মতিয়ার ও তার মা মরিয়ম খাতুন গালিগালাজের প্রতিবাদ করেন।
এ সময় আবু হোসেন তার ভাই মতিয়ারের বুকে লাঠি দিয়ে আঘাত করে এবং স্ত্রী রায়হাতুন খাতুন মা মরিয়মের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে। এক পর্য়ায় রায়হাতুন খাতুন অন্ডকোষ চেপে ধরে মতিয়ারের। এতে ঘটনাস্থলেই মারা যান মতিয়ার।
ঝিকরগাছা থানার এসআই আমিরুজ্জামান মোল্যা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, দেবরের অন্ডকোষ চেপে হত্যা করেছে ভাবি। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আবু হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তবে রায়হাতুনকে আটক করা যায়নি। সে পালিয়েছে।’ এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
0 coment rios: