আবারো বিশ্বকাপে আর্জেন্টিনা ও চিলির সরাসরি অংশগ্রহণের সুযোগ প্রতিবন্ধকতার মুখে পড়েছে। মঙ্গলবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বছাই পর্বের ম্...
আবারো বিশ্বকাপে আর্জেন্টিনা ও চিলির সরাসরি অংশগ্রহণের সুযোগ প্রতিবন্ধকতার মুখে পড়েছে। মঙ্গলবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বছাই পর্বের ম্যাচে স্বাগতিক আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের আত্মঘাতী গোলের কারণে ১-১ গোলে ড্র করেছে ইতোমধ্যেই ছিটকে পড়া ভেনিজুয়েলার কাছে। আর লা পেজে অনুষ্ঠিত বাছাইপর্বে বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে ওই অঞ্চলের আরেক হেভিওয়েট দল চিলি।
এই ম্যাচের ফলে আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরে সরাসরি অংশগ্রহণের সুযোগ ফের হুমকির মুখে পড়েছে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনা ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির।
বর্তমানে ১৬ ম্যাচ থেকে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে ওই অঞ্চলের বছাইপর্বের পয়েন্ট তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ২৩ পয়েন্ট সংগ্রহকারী চিলির অবস্থান ষষ্ঠ। ১৬ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।