যশোরে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত স্বপন (৪৫) ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিতাই ঘোষের ছেল...
যশোরে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত স্বপন (৪৫) ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিতাই ঘোষের ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরো পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা ও পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার শার্শা উপজেলার নাভারণ পুরান বাজারে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল থেকে একটি প্রাইভেটকার (কক্সবাজার জ:০৪০০০৯) পাসপোর্ট যাত্রীদের নিয়ে যশোরের দিকে আসছিল। প্রাইভেটকারটি নাভারণ পুরান বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভারতীয় নাগরিক স্বপন নিহত হন।
এসময়ে আশপাশের লোকজন নাভারণ হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।”
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজল মল্লিক নিউজবাংলাদেশকে বলেন, “আহতদের চিকিৎসা চলছে। তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”