বলিউড তারকা রণবীর সিংকে নিয়ে বাথটাবে ঝাঁপ দিতে চান পরিণীতি চোপড়া। এমনটা নিজ মুখেই জানিয়েছেন তিনি। কিন্তু কেন? জানালেন বাথটাবে অবশ্যই প...

বলিউড তারকা রণবীর সিংকে নিয়ে বাথটাবে ঝাঁপ দিতে চান পরিণীতি চোপড়া। এমনটা নিজ মুখেই জানিয়েছেন তিনি। কিন্তু কেন? জানালেন বাথটাবে অবশ্যই পানির বদলে চকলেট থাকতে হবে।
পরিণীতি চোপড়া এবং রণবীর সিং দুজনই ফিগারের দিক দিয়ে একদম ফিট। তাদের দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে দুজনই চকলেটের বড় ভক্ত। বিশেষ করে চকলেট স্প্রেড নাটেলা পেলে নাকি একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা।
নেহা ধুপিয়ার অডিও শোতে পরিণীতি চোপড়া বলেন তার এবং রণবীর সিংয়ের নাকি একটি স্বপ্ন আছে। আর সেই স্বপ্ন হলো বাথটাব ভরা নাটেলা থাকবে এবং সেই নাটেলার মাঝে ঝাঁপিয়ে পড়বেন তারা দুজন। তবে পরিণীতি অবশ্য বেশ সতর্কভাবেই জানিয়ে দেন যে তাদের পরনে অবশ্যই পোশাক থাকবে এবং এটা শুধুমাত্র মজা করার জন্যই করবেন তারা।