তিনি নিজের আগের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করছেন। তার অনুশোচনা, কেন তিনি সে সময় ছবিগুলো তুলেছিলেন। কারণ তখন তাকে দেখতে লাগত গরুর মতো! ...
তিনি নিজের আগের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করছেন। তার অনুশোচনা, কেন তিনি সে সময় ছবিগুলো তুলেছিলেন। কারণ তখন তাকে দেখতে লাগত গরুর মতো! বর্তমানে এই নিয়ে আক্ষেপ করলেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান।
তিনি জানান, গর্ভবতী অবস্থায় নিজের চেহারা নিয়ে মোটেও খুশি ছিলেন না তিনি। গর্ভবতী থাকাকালীন তাকে গরুর মতো দেখাত বলেই তিনি মনে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
তিনি জানান, গর্ভবতী অবস্থায় নিজের চেহারা নিয়ে মোটেও খুশি ছিলেন না তিনি। গর্ভবতী থাকাকালীন তাকে গরুর মতো দেখাত বলেই তিনি মনে করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। সন্তান প্রসঙ্গে কিম বলেন, ‘গর্ভবতী অবস্থায় ক্যামেরার সামনে বেশি আসতে চাই না। কারণ, নিজেকে গরুর মতো দেখায়। সেই সময়ের এপিসোডগুলো আমি দেখতেও চাই না।’
শুটিং চলাকালীন ক্যামেরায় পেট দেখানো হোক তা চাইতেন না কিম। চেষ্টা করতেন, যাতে পেটের উপরের অংশ অর্থাৎ বুক দেখানো হয়। কিন্তু সেটা সবক্ষেত্রে হয়ে ওঠে না। এছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুট করিয়েছিলেন তিনি। সেই ছবি নিয়েও তার আক্ষেপের শেষ নেই।এদিকে শোনা যাচ্ছে, কিম ও কাইনি দম্পতি তাদের তৃতীয় সন্তানের কথা ভাবছেন। কিন্তু কিমের শারীরিক সমস্যার কারণে তাকে মা হতে নিষেধ করেন চিকিৎসক। গুজব রটেছে, সারোগেসি করে হলেও নাকি আরেকটি সন্তান চান কিম।