সিরাজগঞ্জের তাড়াশে আসানবাড়ী নিজ গ্রামে জানাযা শেষে বাড়ীর পাশে সামাজিক কবরস্থানে রূপার দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তাড়াশ উপজেলার স্থানীয়...
সিরাজগঞ্জের তাড়াশে আসানবাড়ী নিজ গ্রামে জানাযা শেষে বাড়ীর পাশে সামাজিক কবরস্থানে রূপার দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় তাড়াশ উপজেলার স্থানীয় বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল থেকে সন্ধ্যা সাড়ে ৬টার সময় রূপার মরদেহ গ্রামের বাড়ীতে পৌঁছার পর সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ভাই বোন আত্মীয়-স্বজনসহ গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়েন। রূপার মৃতদেহের কফিন নিয়ে তাৎক্ষনিকভাবে অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে মিছিল করেন এলাকাবাসি।
উল্লেখ্য, গত শুক্রবার বগুড়ায় শিক্ষক নিবন্ধন লিখিত পরিক্ষা শেষে বগুড়া থেকে ময়মনসিংহ গামী ছোঁয়া পরিবহনের বাস যোগে কর্মস্থল শেরপুরে ফেরার পথে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন।