সেলফি তোলার নিয়ে মানুষের উন্মাদনার খবর আমরা অহরহ পাই। মারাত্মক দুর্ঘটনার শিকারও হন অনেকে। কিন্তু ফ্লোরিডার এই ভদ্রলোকের কপালটাই খা...

সেলফি তোলার নিয়ে মানুষের উন্মাদনার খবর আমরা অহরহ পাই। মারাত্মক দুর্ঘটনার শিকারও হন অনেকে। কিন্তু ফ্লোরিডার এই ভদ্রলোকের কপালটাই খারাপ। সেলফি তুলতে গিয়ে রীতিমতো ৬ বছরের জেল হয়ে গেলো তার। একটি ক্লাবের রেস্টরুমে হাতে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনাক্রমে গুলি বেরিয়ে যায় বন্দুক থেকে।
টাম্পার ইউএস অ্যাটর্নি অফিস থেকে বলা হয়, ৩৪ বছর বয়সী রম সমকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি দ্য এশিয়ান প্রাইড গ্যাং নামের এক সংগঠনের সদস্য।
আদালত জানায়, রম সেইন্ট পিটার্সবার্গের ক্লাব লাস্টে সময় কাটাচ্ছিলেন। সেলফি তুলতে গিয়ে সেখানেই গুলি বেরি যায় তার পিস্তল থেকে। গুলিটি একটি আয়না ভেদ করে পাশেই নারীদের রেস্টরুমে ঢুকে যায়। তবে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।ওই সময় নিরাপত্তায় একজন তার দিকে এগিয়ে গেলে তিনি ক্লাব থেকে বেরিয়ে যাওএয়ার চেষ্টা করেন। রম তাকে বোঝানোর চেষ্টা করেন যে, দুর্ঘটনাক্রমে গুলিটি বেরিয়ে গেছে। তিনি আসলে একটা সেলফি তোলার চেষ্টা করেছিলেন। তার কাছ থেকে হ্যান্ডগান পায় পুলিশ। আরো পাওয়া গেছে গুলি আর মাদক। সূত্র : এমিরেটস
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৭