বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আবারও ১কেজি ৪শ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ কদর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিব...
বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আবারও ১কেজি ৪শ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ কদর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল দৌলতপুর গ্রামের আমানত আলীর ছেলে। তবে এসময় সোনা ব্যাবসায়ি একই গ্রামের আব্দুস সামাদকে আটক করতে পারেনি বিজিবি। এনিয়ে এক মাসের ব্যবধানে ৮টি সোনার চালান আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ৮ আগস্ট ১কেজি ৪শ গ্রাম ওজনের ৭টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করে বিজিবি। আটককৃত কদর আলী জানান, সোনার মালিক আব্দুস সামাদ। ৫০০টাকার চুক্তিতে সোনারগুলো বিশেষ স্থানে পৌছে দেওয়ার জন্য দেন তাকে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান,শুক্রবার সন্ধায় বেনাপোল সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। গাতিপাড়া সড়কে অভিযান চালায় তারা। আটক করা হয় কদর আলীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ণ। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৪লাখ টাকা বলে জানায় বিজিবি। আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় এবং সোনা বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান,শুক্রবার সন্ধায় বেনাপোল সীমান্ত দিয়ে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জানতে পারে বিজিবি। গাতিপাড়া সড়কে অভিযান চালায় তারা। আটক করা হয় কদর আলীকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় উল্লেখিত স্বর্ণ। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৫৪লাখ টাকা বলে জানায় বিজিবি। আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় এবং সোনা বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।