বিশ্বের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বিশ্ববিদ্যালয়টির দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিভাগে স্নাতকে ভর্তি হচ্ছেন তিনি।
২০১২ সালের ৯ অক্টোবর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই। এর পর পাকিস্তানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় বৃটেনের বার্মিংহ্যামে রানি এলিজাবেথ হাসপাতালে। তখন থেকে তিনি বৃটেনেই বাস করছেন। এরই মধ্যে ২০১৪ সালে ভারতের শিশু ও শিক্ষা অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।
বৃহস্পতিবার সকালে এ-লেভেল পরীক্ষার ফল হাতে পান মালালা। এর পরই তিনি অক্সফোর্ডে পড়ার সুযোগ পাওয়ার কথা জানান। অক্সফোর্ডে প্রবেশের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি টুইট করেন মালালা। এতে মালালা লিখেন, তিনি ‘খুবই উচ্ছ্বসিত’।
0 coment rios: