যশোরের বেনাপোলে ভারত-বাংলাদেশ সীমানা নির্ধারণী ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ পরি...
যশোরের বেনাপোলে ভারত-বাংলাদেশ সীমানা নির্ধারণী ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।
গতকাল মঙ্গলবার দুপুরে পুটখালি সীমান্তের ১৫০ নম্বর পিলারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের সুবেদার আবুল হোসেন। নিহত শরিফুল ইসলাম (২৫) পুটখালি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সুবেদার আবুল হোসেন বলেন, ইছামতি নদীতে একটি লাশ ভাসছে বলে স্থানীয়রা ক্যাম্পে খবর দেয়। এমন খবর পেয়ে পুলিশকে জানালে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, একই গ্রামের ভুটো ও মান্নান তার স্বামী শরিফুলকে রোববার সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে ভুট্টো ও মান্নানের কাছে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তার স্বামীকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক শরীফ হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।