খালেদা জিয়া গণতন্ত্রের কথা বললে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির। ...
খালেদা জিয়া গণতন্ত্রের কথা বললে কষ্ট লাগে বলে মন্তব্য করেছেন যশোর-২ আসনের (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশে জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে দল মত নির্বিশেষে সবাই শ্রদ্ধা নিবেদন করে। ইতিহাস নাই- কোনো দেশ তার জাতির জনককে অসম্মান করে। কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে কেক কেটে উল্লাস করে। সেই খালেদা জিয়া যখন বলে দেশে গণতন্ত্র নাই তখন কষ্ট লাগে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমমদার মিলনায়তনে মনোবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহালুল মজনুন চুন্নু, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, মনোবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসেফ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোতাহার হোসেন প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ শাখা সভাপতি ফরিদা পারভীন প্রমুখ।