আজ শুক্রবার গুলশানের আজাদ মসজিদে নায়করাজ রাজ্জাকের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২৭ আগস্ট রোববার বাদ জোহর উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। রাজ্জাকের আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী, চলচ্চিত্র জগতের মানুষজন, ভক্ত আর শুভাকাঙ্খীদের এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন তার ছোট ছেলে সম্রাট।
নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত বুধবার সকাল ১০টার পর নায়করাজকে দাফন করা হয় বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে।
এর আগে, আজ মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় এফডিসিতে। সেখানে গোটা চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা রাজ্জাককে শ্রদ্ধা জানাতে আসেন।
সেখান থেকে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে দুপুর সাড়ে ১২টায়। রাজনৈতিক, সাংস্কৃতিক ও সর্বসাধারণ চোখের জলে চলচ্চিত্রের এই প্রাণ পুরুষকে শ্রদ্ধা জানাতে জড়ো হন।
0 coment rios: