যশোর ক্যান্টনমেন্ট কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে ফারিহা অনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭...
যশোর ক্যান্টনমেন্ট কলেজের ২০১০-১১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে ফারিহা অনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে। গতকাল ২২ আগষ্ট Dean's Award পেয়েছেন তিনি। বিজ্ঞান অনুষদ ভুক্ত বিভাগ সমূহের ২০১৪, ২০১৫ ও ২০১৬ সনের ১ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে শুধুমাত্র সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডিন এওয়ার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঊম্মে ফারিয়া ফেসবুক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে " আজ ২২ আগষ্ট,আমার জীবনের স্বরনীয় দিন। আজ আমি আমার শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্মাননা টি অর্জন করেছি। সামাজিক সর্বোচ্চ সম্মাননা ডিনস্ অ্যাওয়ার্ড টি পেয়ে নিজিকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। এই সফলতর পেছনে আমার আব্বু-আম্মু, নৃবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা এবং আমার জীবন সঙ্গী (এম,কে সজীব) এর অবদান অনেক বেশী। আজীবন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকবো "। অনির বন্ধু ওসমান গনি বলেন " তার এ সাফল্য আমাদের কলেজের জন্য ও যশোরবাসীর জন্য গর্বের।" যশোর নিউজ ২৪ এর অনলাইন এডিটর ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ ফ্রেন্ডস গ্রুপের এডমিন মোঃ হারুন-অর-রশিদ গ্রুপের পক্ষ থেকে অনিকে শুভেচ্ছা জানিয়েছেন।