আবার দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। ঈদ উপলক্ষে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে নাড়ির টানে ছুটে যাচ্ছেন গ্রামের বাড়ি। লাখ লাখ মানুষ একসঙ্গে এ যাত্রায় শামিল হওয়ায় বাস, ট্রেন, লঞ্চ এবং বিমান সবখানেই রয়েছে প্রচণ্ড ভিড়।
ঈদের খুশিতে হৃদয় টইটুম্বুর করে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশে। কিন্তু ঈদের এই আনন্দে আত্মহারা হবেন না। কারণ, আপনার এই খুশি ও আনন্দের সুযোগ নিতে ওৎ পেতে রয়েছে এক শ্রেণীর লোক। যাদেরকে আপনি চোর, ডাকাত বা ছিনতাইবাজ হিসেবে চেনেন।
ঈদ যাত্রায় আপনি রওনা হওয়ার শুরু থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত সচেতন থাকুন। আপনার টাকা পয়সা, ব্যাগ সহ সাথে থাকা জিনিসগুলো সাবধানে রাখুন। বেশি ভিড়ের মধ্যে না গিয়ে তুলনামূলক ফাকা জায়গায় অবস্থান করুন। বাস কিংবা ট্রেনের ছাঁদে ওঠা থেকের বিরত থাকুন। পরিচিত আরো লোক একই জায়গায় গেলে একসঙ্গে থাকার চেষ্টা করুন।
শুভ হোক সবার ঈদযাত্রা ।।।।
ঈদ উল আযহা তে আরেক আনন্দের বিষয় হলো কোরবানির পশু ক্রয় করা। কোরবানির পশু ক্রয়ের জন্য হাটে গিয়ে সাবধানে চলাফেরা করুন। নিজের দিকে খেয়াল রাখুন। বিপজ্জনক গরুর কাছে যাওয়া থেকে বিরত থাকুন।
কোরবানির পশু কেনার টাকা সাবধানে রাখুন। জাল টাকার বিষয়ে সতর্ক থাকুন। কোনো সমস্যা হলে পুলিশকে জানান। নির্ভরযোগ্য স্থানে বা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা আদান প্রদান করুন। সর্বপরি ঈদ উপলক্ষে সকল কাজ সচেতন থেকে সম্পাদন করুন।
সবার জন্য ঈদ বয়ে আনুক অফুরন্ত খুশি আর অনাবিল আনন্দ।
ঈদের খুশিতে হৃদয় টইটুম্বুর করে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশে। কিন্তু ঈদের এই আনন্দে আত্মহারা হবেন না। কারণ, আপনার এই খুশি ও আনন্দের সুযোগ নিতে ওৎ পেতে রয়েছে এক শ্রেণীর লোক। যাদেরকে আপনি চোর, ডাকাত বা ছিনতাইবাজ হিসেবে চেনেন।
ঈদ যাত্রায় আপনি রওনা হওয়ার শুরু থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত সচেতন থাকুন। আপনার টাকা পয়সা, ব্যাগ সহ সাথে থাকা জিনিসগুলো সাবধানে রাখুন। বেশি ভিড়ের মধ্যে না গিয়ে তুলনামূলক ফাকা জায়গায় অবস্থান করুন। বাস কিংবা ট্রেনের ছাঁদে ওঠা থেকের বিরত থাকুন। পরিচিত আরো লোক একই জায়গায় গেলে একসঙ্গে থাকার চেষ্টা করুন।
শুভ হোক সবার ঈদযাত্রা ।।।।
ঈদ উল আযহা তে আরেক আনন্দের বিষয় হলো কোরবানির পশু ক্রয় করা। কোরবানির পশু ক্রয়ের জন্য হাটে গিয়ে সাবধানে চলাফেরা করুন। নিজের দিকে খেয়াল রাখুন। বিপজ্জনক গরুর কাছে যাওয়া থেকে বিরত থাকুন।
কোরবানির পশু কেনার টাকা সাবধানে রাখুন। জাল টাকার বিষয়ে সতর্ক থাকুন। কোনো সমস্যা হলে পুলিশকে জানান। নির্ভরযোগ্য স্থানে বা ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা আদান প্রদান করুন। সর্বপরি ঈদ উপলক্ষে সকল কাজ সচেতন থেকে সম্পাদন করুন।
সবার জন্য ঈদ বয়ে আনুক অফুরন্ত খুশি আর অনাবিল আনন্দ।
0 coment rios: