
চুয়াডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণের গহনাসহ সেন্টু শেখ নামে এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের দাম ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। পুলিশ বলছে, ওই যুবক চোরাকারবারী।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার জীবননগরে উথলী মোল্লাবাড়ি হঠাৎপাড়ায় এ ঘটনা ঘটে। আটক সেন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মৃত মজনু শেখের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল কবীর জানান, বড় ধরনের স্বর্ণের একটি চালান দামুড়হুদা থেকে জীবননগর হয়ে ঢাকাতে পাচার করা হবে এমন একটি গোপন সংবাদ পায় বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন।এমন তথ্যের ভিত্তিতে বিজিবি গত ৪ দিন ধরে সীমান্তে কড়া পাহারা শুরু করে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে লুৎফুল কবীরের তত্ত্বাবধানে ও নায়েব সুবেদার তোতা মিয়ার নেতৃত্বে দর্শনা এবং নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা যৌথভাবে জীবননগর উপজেলার মোল্লাবাড়ি হঠাৎপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় তারা একটি পাখিভ্যান (ব্যাটারি চালিত) আটক করে। পরে ভ্যানটি তল্লাশি করে ভ্যানের নিচে অভিনব কায়দায় রাখা ৪টি কৌটার মধ্যে রাখা ২ কেজি ৪শ গ্রাম ওজনের স্বর্ণের গয়না উদ্ধার করা হয়।
আটক ভ্যানচালক সেন্টু শেখ জানায়, দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে ২ জন যুবক তার সঙ্গে ৫০০ টাকার চুক্তিতে তাদের পাখিভ্যানটি জীবননগরে পৌঁছে দেয়ার কথা বলে। চুক্তি মোতাবেক ওই পাখিভ্যানটি নিয়ে জীবননগরে আসাকালে বিজিবি তা আটক করে এবং স্বর্ণের গয়না উদ্ধার করে। ওই যুবকদের সে চেনে না বলে জানায়।
0 coment rios: